Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ: মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই লক্ষ্য

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ: মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই লক্ষ্য
আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ: মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই লক্ষ্য

আজ ১৮ ডিসেম্বর, আন্তর্জাতিক অভিবাসী দিবস। বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর এই দিনটি পালিত হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ ডিসেম্বর এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এই দিবসের উৎপত্তি।

১৯৯০ সালে জাতিসংঘে গৃহীত হয়েছিল সব অভিবাসীকর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার আন্তর্জাতিক কনভেনশন। এই কনভেনশনে অভিবাসীদের অধিকারের নিশ্চয়তা প্রদানের জন্য বিভিন্ন নীতিমালা ও নির্দেশিকা রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বিশ্বের বহু দেশ, সরকারের সংগঠন কিংবা মন্ত্রণালয়সহ বিভিন্ন বেসরকারি সংস্থা, সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসকে ঘিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে। এর মধ্যে আলোচনা সভা, পথসভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানববন্ধন উল্লেখযোগ্য।

বাংলাদেশেও এই দিবসটি পালিত হয়। আজ ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এক বাণীতে বলেন, অভিবাসীরা আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি বলেন, সরকার অভিবাসীদের নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা প্রতিটি উপজেলা থেকে বছরে গড়ে এক হাজার কর্মীকে বিদেশে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছি।

বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ বিদেশে পাড়ি জমান। তাদের অধিকার রক্ষা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আন্তর্জাতিক অভিবাসী দিবস এই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।