Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডেঙ্গুতে প্রাণহানি আরও বাড়ছে, ডিসেম্বরে ১৮ দিনে ৬৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে প্রাণহানি আরও বাড়ছে, ডিসেম্বরে ৬৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডিসেম্বরের প্রথম ১৮ দিনে ডেঙ্গুতে মোট ৬৪ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৬৫ জন এবং ঢাকা সিটির বাইরে ১৭৪ জন ভর্তি হয়েছেন।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৬৮৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৭১ জন এবং ঢাকা সিটির বাইরে ৭১৫ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৪৭৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১৬ হাজার ৩৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জরুরি পদক্ষেপ হিসেবে যেসব বিষয়গুলোর প্রতি নজর দেওয়া উচিত সেগুলো হলো:

* বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা
* ড্রাম, টব, বালতি, ফুলের টব, কাঁচের বোতল, গাছের টবসহ যেকোনো জলাশয় থেকে জল অপসারণ করা
* মশার ওষুধ ছিটানো
* মশারি ব্যবহার করা

ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।