Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

রেলপথে নাশকতার ৯ সন্দেহভাজন আটক

রেলপথে নাশকতার ৯ সন্দেহভাজন আটক
সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমদ

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনাসহ রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন মহিলা। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, মঙ্গলবার ভোরে ট্রেনে আগুনের ঘটনার পর রেলস্টেশন কেন্দ্রীক চিহ্নিত অপরাধীদের তালিকা ধরে সন্দেহভাজনদের আটকে অভিযানে নামে র‍্যাব। এরই ধারাবাহিকতায় ৯ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন ধরনের নাশকতার সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে রেলওয়েকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ করে তারা। তাদের বিরুদ্ধে রেলওয়ে আইনে মামলা করা হয়েছে।

র‍্যাব-১ এর অধিনায়ক বলেন, আটককৃতরা সরাসরি আগুনে লাগানোর ঘটনায় জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।