Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

দেশে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা ৩৭%, গড় ঋণ ৭৩ হাজার টাকা

দেশে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা ৩৭%, গড় ঋণ ৭৩ হাজার টাকা
দেশে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা ৩৭%, গড় ঋণ ৭৩ হাজার টাকা

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৩: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভের’ (এইচআইইএস- ২০২২) চূড়ান্ত প্রতিবেদনে দেখা গেছে, দেশে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা ৩৭ শতাংশ। অর্থাৎ, প্রতি তিনটি পরিবারের মধ্যে একটি পরিবার ঋণ করে সংসার চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের প্রতিটি পরিবারের গড় ঋণ ৭৩ হাজার ৯৮০ টাকা। ঋণগ্রস্ত পরিবার হিসেবে এই অঙ্ক আরও অনেক বেশি। বিশেষ করে শহরের মানুষকে বেশি ঋণ করতে হচ্ছে।

বিবিএস জানায়, ২০১০ সালে এই হার ছিল ২৫ শতাংশ এবং ২০১৬ সালে ছিল ৩১ শতাংশ। অর্থাৎ, গত ১০ বছরে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা ১২ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের একটি পরিবার মাসে গড় আয় করে সাড়ে ৩২ হাজার টাকা। আয়ের বিপরীতে একটি পরিবারের ব্যয় সাড়ে ৩১ হাজার টাকা। অর্থাৎ, একটি পরিবার মাসে এক হাজার টাকার মতো সঞ্চয় করে।

বিবিএস জানায়, দেশের প্রতিটি খানার গড় আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এইচআইইএস ২০২২ জরিপের তথ্য-উপাত্ত অনুযায়ী খানার মাসিক গড় আয় ৩২ হাজার ৪২২ টাকা, যা ২০১০ ও ২০১৬ সালের জরিপে ছিল যথাক্রমে ১১ হাজার ৪৭৯ এবং ১৫ হাজার ৯৮৮ টাকা।

এছাড়া এইচআইইএস ২০২২ অনুযায়ী গতবারের তুলনায় এবার প্রতিটি খানার মাসিক আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাসিক ব্যয়ও বেড়েছে। এইচআইইএস ২০২২ অনুযায়ী, বর্তমানে একটি খানার মাসিক ব্যয় ৩১ হাজার ৫০০ টাকা, যা ২০১০ ও ২০১৬ সালে ছিল যথাক্রমে ১১ হাজার ২০০ এবং ১৫ হাজার ৭১৫ টাকা।

বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “দেশের অর্থনীতির উন্নতির সঙ্গে সঙ্গে পরিবারগুলোর আয়ও বেড়েছে। তবে, ব্যয়ও বেড়েছে। ফলে, ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।”

তিনি বলেন, “ঋণগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বেশিরভাগই নিম্ন আয়ের পরিবার। তারা কৃষি, মৎস্য ও পশুপালন থেকে আয় করে। এসব খাতে উৎপাদন খরচ বেড়েছে, ফলে তাদের আয়ের তুলনায় ব্যয় বেড়েছে। এছাড়া, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য খাতে ব্যয়ও বেড়েছে।”