
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তিনি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বলেন, বিএনপি মানুষ হত্যা করে রাজনীতি করতে চায়।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গণভবনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জানে, নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দলটি।
তিনি বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলা হয়। এ ঘটনায় সাংবাদিকরা আহত হন। হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |