Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

দ্বাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় তিন বাহিনী মোতায়েন

দ্বাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় তিন বাহিনী মোতায়েন
দ্বাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় তিন বাহিনী মোতায়েন

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৩: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম জানান, গতকাল ২৯ ডিসেম্বর থেকে সারাদেশে ৮ হাজার ৫০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য নির্বাচনীকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত তারা ২৫০টি প্লাটুন ৭৫০টি সেকশনে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েন করা আনসার ব্যাটালিয়ন সদস্যরা রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গতকাল শুক্রবার থেকে রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

র‌্যাব ফোর্সেসও শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে।

উপকূলীয় এলাকায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আগে-পরে প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কোস্টগার্ড দায়িত্ব পালন করবে।

নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় তিন বাহিনী যৌথভাবে কাজ করবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।