Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

এসিআই মটরস “ফোটন পিঠা উৎসব ২০২৫” আয়োজন করেছে গোপালগঞ্জে’র রাণী মটরস

এসিআই মটরস “ফোটন পিঠা উৎসব ২০২৫” আয়োজন করেছে গোপালগঞ্জে’র রাণী মটরস
এসিআই মটরস “ফোটন পিঠা উৎসব ২০২৫” আয়োজন করেছে গোপালগঞ্জে’র রাণী মটরস

বাঙ্গালীদের পিঠা খাওয়ার প্রচলন অনেক আগে থেকেই। অগ্রহায়ণ মাসে নতুন ধান ওঠার পর নবান্নের মুহূর্তে জাঁকিয়ে শীত উপভোগ করতে হয়। তখন পৌষের পিঠা তৈরির ধুম গ্রামবাংলার ঘরে ঘরে।

আত্মীয়স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা-পুলির উৎসব বিশেষ ভূমিকা পালন করে।

তেমন এসিআই মটরস “ফোটন পরিবার পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতেই পিঠা উৎসবের আয়োজন করেছে গোপালগঞ্জে।

গোপালগঞ্জ জেলা শহর বেদগ্রাম বাসস্ট্যান্ড বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সন্ধ্যায় ভোক্তা নিয়ে এসিআই মটরস-ফোটন পিঠা উৎসব-২০২৫ আয়োজন করেছেন, গোপালগঞ্জের ডিলার “রাণী মটরস”।

সন্ধ্যার পর থেকে রাত ৮ পর্যন্ত পিঠা উৎসবে পরিবেশন করা হয় পান পিঠা, ভাজা পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, রুটি ও হাঁসের মাংস।

এসিআই ফোটন ফরিদপুর অঞ্চলের এরিয়া ইনচার্জ মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ফোটনের এরিয়া হেড রহমোতুল্লা ও সিনিয়র এআরও রাসেল রানা প্রমুখ।

ডিলারদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ রানী মটরসের এস এম রনি, শরীয়তপুরের আব্দুল মালেক ট্রেড ইন্টারন্যাশনালের শহীদুল ইসলাম পাইলট ও এগ্রি মেশিনারি চান মিয়া মোল্লা।

উপস্থিত ছিলেন ফোটন গাড়ি ক্রয়কৃত গর্বিত মালিক মোঃ মিনারুল ইসলাম, মোঃ সালাম খান, গহর মোল্লা সহ আর ও অনেকেই।