
বাঙ্গালীদের পিঠা খাওয়ার প্রচলন অনেক আগে থেকেই। অগ্রহায়ণ মাসে নতুন ধান ওঠার পর নবান্নের মুহূর্তে জাঁকিয়ে শীত উপভোগ করতে হয়। তখন পৌষের পিঠা তৈরির ধুম গ্রামবাংলার ঘরে ঘরে।
আত্মীয়স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা-পুলির উৎসব বিশেষ ভূমিকা পালন করে।
তেমন এসিআই মটরস “ফোটন পরিবার পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতেই পিঠা উৎসবের আয়োজন করেছে গোপালগঞ্জে।
গোপালগঞ্জ জেলা শহর বেদগ্রাম বাসস্ট্যান্ড বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সন্ধ্যায় ভোক্তা নিয়ে এসিআই মটরস-ফোটন পিঠা উৎসব-২০২৫ আয়োজন করেছেন, গোপালগঞ্জের ডিলার “রাণী মটরস”।
সন্ধ্যার পর থেকে রাত ৮ পর্যন্ত পিঠা উৎসবে পরিবেশন করা হয় পান পিঠা, ভাজা পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, রুটি ও হাঁসের মাংস।
এসিআই ফোটন ফরিদপুর অঞ্চলের এরিয়া ইনচার্জ মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ফোটনের এরিয়া হেড রহমোতুল্লা ও সিনিয়র এআরও রাসেল রানা প্রমুখ।
ডিলারদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ রানী মটরসের এস এম রনি, শরীয়তপুরের আব্দুল মালেক ট্রেড ইন্টারন্যাশনালের শহীদুল ইসলাম পাইলট ও এগ্রি মেশিনারি চান মিয়া মোল্লা।
উপস্থিত ছিলেন ফোটন গাড়ি ক্রয়কৃত গর্বিত মালিক মোঃ মিনারুল ইসলাম, মোঃ সালাম খান, গহর মোল্লা সহ আর ও অনেকেই।