Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুরে দুই চিকিৎসক ও এক সাংবাদিকসহ আক্রান্ত ১৬, মোট ১৫৫ ও মৃত্যু ০৩

শরীয়তপুরে দুই চিকিৎসক ও এক সাংবাদিকসহ আক্রান্ত ১৬, মোট ১৫৫ ও মৃত্যু ০৩
শরীয়তপুরে দুই চিকিৎসক ও এক সাংবাদিকসহ আক্রান্ত ১৬, মোট ১৫৫ ও মৃত্যু ০৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলামসহ জেলায় নতুন করে ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধে দুই চিকিৎসক ও এক সাংবাদিক। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১৫৫ জন।

ডা. মো. শফিকুল ইসলাম নড়িয়া উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব। তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। শরীয়তপুরের সিভিল সার্জন এস.এম. আব্দুল্লাহ আল মুরাদ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় দুই চিকিৎসক ও এক সাংবাদিকসহ ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নড়িয়া উপজেলা স্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের এক চিকিৎসক, শরীয়তপুর পৌরসভায় তিনজন, সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের একজন, আংগারিয়া ইউনিয়নের একজন, জাজিরা পৌরসভার একজন, জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের একজন, বড়কান্দি ইউনিয়নের একজন, ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নের একজন, মহিষার ইউনিয়নের একজন, গোসাইরহাট ইদিলপুর ইউনিয়নের দুইজন, নাগেরপাড়ার একজন ও ডামুড‌্যা পৌরসভার একজন রয়েছেন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ছয়জন।

তিনি আরও বলেন, জেলায় মোট ১৫৫ জন করোনা আক্রান্তের মধ্যে স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসা নিয়ে ৬৮ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আর করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন তিনজন। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন একজন। জেলায় নতুন করোনা আক্রান্ত ১৬ জনের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।