
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পুলিশিং সেবা ব্যাপকভাবে পৌছে দেওয়ার লক্ষে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার ০৬ জুন বেলা ১২ টায় রুদ্রকর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এসএম মিজানুর রহমান।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুদ্রকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ঢালী ও স্থানীয় আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম ঢালী।
পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসরাফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসআই রুপু কর, এসআই আনিচ, ইউপি সদস্য আব্দুল মালেক সরদার, ইউপি সদস্য মজিবুর রহমান খোকন, ইউপি সদস্য আলী আজগর কাজী, ইউপি সদস্য দেলোয়ার ঢালী, ইউপি সদস্য টুটুল ঢালী, ইউপি সদস্য মো. সানাউল্লাহ রাড়ি, ইউপি সদস্য ফজলুল হক কাজী, ইউপি সদস্য মোতালেব বেপারী, ইউপি সদস্য কবির বেপারী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য-১ আকলিমা আক্তার (খুশি), সংরক্ষিত মহিলা ইউপি সদস্য-২ রাবেয়া বেগম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য-৩ মজিদা বেগম ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রুদ্রকর ইউনিয়নে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যালয়ের বিট অফিসার এসআই বিজন বাড়ৈ (০১৭৩৯-৫৮০৪৬৮) ও সহকারী বিট অফিসার এএসআই সোহেল রানা (০১৭১৬-৬৭৪২০৩)। রুদ্রকরের জনগণ তাদের যেকোন অভিযো বিট অফিসারের কাছে করতে পারবেন। সে ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে শতভাগ সেবার নিশ্চয়তা দেয়া হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |