বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

০৮ জুন বেলা ১১ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মার্চ, এপ্রিল এবং মে-২০২০ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। এ সময় পুলিশ সুপার জেলার সকল প্রকার অপরাধ নিবারন ও করোনা ভাইরাস মোকাবেলাসহ জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলামসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
শরীয়তপুর জেলা পুলিশের মার্চ, এপ্রিল এবং মে-২০২০ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী- মার্চ/২০২০ খ্রিঃ মাসের সর্বমোট রুজুকৃত মামলা- ১০৭ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা- ৩৩৩ জন, সর্বমোট যানবাহনের মামলা- ১০, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ৩৬ হাজার ৯৫০ টাকা এবং সর্বমোট- ১ হাজার ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৭৫০ গ্রাম গাজা, ২ বোতল ফেন্সিডিল ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এপ্রিল/২০২০ খ্রিঃ মাসের সর্বমোট রুজুকৃত মামলা- ৭৮ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা- ১১২ জন, সর্বমোট যানবাহনের মামলা- ১৩, সর্বমোট- ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৯০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে।

মে/২০২০ খ্রিঃ মাসের সর্বমোট রুজুকৃত মামলা- ১১৫ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা- ১৪০ জন, সর্বমোট যানবাহনের মামলা- ১১, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ৩ হাজার টাকা এবং সর্বমোট- ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


error: Content is protected !!