Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে মোট আক্রান্ত ১৯৮, নতুন ১৫ জন পজিটিভ

শরীয়তপুরে মোট আক্রান্ত ১৯৮, নতুন ১৫ জন পজিটিভ
শরীয়তপুরে মোট আক্রান্ত ১৯৮, নতুন ১৫ জন পজিটিভ

শরীয়তপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ০৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শরীয়তপুর সদর পৌরসভায় ৬ জন, নড়িয়া উপজেলায় পৌরসভার ০৫ জন, কেদারপুর ইউনিয়নের ০১ জন ও মোক্তারের চর ইউনিয়নের ০১ জন ও ভেদরগঞ্জ পৌরসভায় ০২ জনসহ মোট ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৯৮ জনে। বুধবার ১০ জুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৫৭৪ টি সন্দেহভাজনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৩ হাজার ২৮১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। নতুন করে করোনা আক্রান্ত কাউকে সুস্থ ঘোষণা করা হয়নি। প্রতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে ০২ জন ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০১ জন।

উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা- সদর উপজেলায় নতুন ছয়জনসহ মোট আক্রান্ত ৫৯ জন ও সুস্থ ২৯ জন। জাজিরা উপজেলায় আক্রান্ত ৩৫ জন, সুস্থ ১৫ জন ও মৃত ১ জন। নড়িয়া উপজেলায় নতুন সাতজনসহ মোট আক্রান্ত ৩১ জন, সুস্থ ১৮ জন ও মৃত ২ জন। ভেদরগঞ্জ উপজেলায় নতুন দুইজনসহ মোট আক্রান্ত ৩০ জন ও সুস্থ ১৩ জন। গোসাইরহাট উপজেলায় আক্রান্ত ১৫ জন, সুস্থ ৯ জন। ডামুড্যা উপজেলায় আক্রান্ত ২৮ জন, সুস্থ ২৫ জন ও মৃত ১ জন।