
শরীয়তপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে ১২০ বান্ডিল ঢেউটিন ও প্রত্যেককে নগদ ৩’হাজার টাকা করে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।
শুক্রবার ১২ জুন বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইকবাল হোসেন অপুর অনুকুলে তার নির্বাচনী এলাকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বিতরণের উদ্বোধন করা হয়।
এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সদর উপজেলা নির্বাহী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
এ সময় ইকবাল হোসেন অপু এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কর্মীরা দুর্যোগপূর্ণ সময়ে অসহায় দরিদ্রদের পাশে সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন ইকবাল হোসেন অপু এমপি।