শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন

প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় গত রবিবার ১০ মে সকাল থেকে আলাওলপুর ইউনিয়নে দর্জিকান্দি গ্রামে প্রেমিকা ছামিয়া প্রেমিক নুর আলমের বাড়িতে বিয়ের দাবিতে রাত পর্যন্ত অনশন করে।

স্থানীরা ও পুলিশ সুত্রে জানা যায়, দুইজনের বাড়ি একই উপজেলার একই ইউনিয়নের পাশাপাশি গ্রমে। ৪নং ওয়ার্ডের দর্জিকান্দি গ্রামের শাজাহান (হুমায়ন) মালের ছেলে ও ৫নং ওয়ার্ডের গাজীকান্দি গ্রামের আহসান উল্ল্যা ফকিরের মেয়ে ছামিয়া(১৮) ঢাকা কেরানীগঞ্জ শার্ট ও প্যান্টের কারখানায় দুই বছর একসাথে একই জায়গায় চাকুরি করতেন। তখন থেকে দুইজনের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে এক পর্যায় তাদের মন দেওয়া নেওয়া হয়। করোনা ভারাইস সংক্রমনের কারনে সরকারিভাবে যখন লকডাউন দেওয়া হয়, তখন নুর আলম ও ছামিয়া দুইজনেই বাড়িতে চলে আসে।

ছামিয়া বলেন, বাড়িতে আসার পর নুর আলম আমাদের বাড়িতে রিতিমত যাতায়ত করতো এবং আমার সাথে দৈহিক মেলামেশা করতো। যখন আমি বলছি তোমার মুরুব্বীদের নিয়ে তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাও। তখন নুর আলম আজ না কাল বলে সময় ক্ষেপন করে। এ বিষয়গুলো জানা জানি হয়ে যায় তখন আমি মানসম্মান ও জীবনে বাঁচার তাগিদে নুর আলমের বাড়িতে চলে আসি। কিছুক্ষণ পর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মিয়া সরদার, নুর আলমের মামা সবুজ সরদার ও করিম কাজি এসে বলে ছামিয়া এই ঘটনাটি আমরা সমাধান করে দিব। এই কথা বলে আমাদের বাড়িতে আমাকে নিয়ে গেলে বাবা ঢাকা থাকায় চাচা বলছে ছামিয়ার নতুন করে সমাধানের কি আছে? নুর আলমের বাড়িতেই থাকবে ছামিয়া। তখন আমি নুর আলমের বাড়িতে চলে যাই। যাইয়া দেখি নুর আলমসহ ওর বাবা ও মা ঘর তালা দিয়ে পালাইছে। নুর আলম বিয়ের প্রলোভন দেখিয়ে আমার জীবন যৌবন সব শান্ত করে দিয়ে গেল এখন আমি কি করি মৃত্যু ছাড়া আর কিছুই নাই আমার। তখন আমার মা রহিমা বেগম এ ব্যাপারে গোসাইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করে।

ইউপি সদস্য সোহেল সরদার বলেন, আমরা মেয়ের চাচাকে বলছি আমরা এক জায়গায় বসে উভয়ের কথা শুনে মিমাংসা করে দিব। ইহা ছাড়া কিছুই জানি না, কারন চরঅঞ্চল এড়িয়া অনেক বড়। ছেলে ও মেয়ের কোন পক্ষই আমাকে কিছু বলে নাই।

গোসাইরহাট থানার ওসি মোল্যা সোহেব আলী বলেন, এ ব্যাপারে ছামিয়ার মা রহিমা বেগম একটি অভিযোগ দায়ের করে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


error: Content is protected !!