
করোনা উপসর্গ নিয়ে শরীয়তপুরের সাংবাদিক আবুল হোসেন সরদার সদর হাসপাতাল আইসোলেশনে ভর্তি হয়েছেন। এপর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২০৪ জন।
১২ জুন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ০৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভায় ০২ জন, ভোজেশ্বর ইউনিয়নে ০১ জন, চর আত্রা ইউনিয়নে ০১ জন, ফতেহজঙ্গপুর ইউনিয়নে ০১ জন ও গোসাইরহাট ইউনিয়নের নাগেরপাড়ায় ০১ জনসহ মোট ০৬ জনের দেহে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এছাড়াও শরীয়তপুর সদর হাসপাতালে মৃত্যুবরণ করা বরিশালের মুলাদী উপজেলার এক ব্যক্তির কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
এছাড়া এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৭৫৬ টি সন্দেহভাজনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৩ হাজার ৩৬৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। নতুন করে করোনা আক্রান্ত কাউকে সুস্থ ঘোষণা করা হয়নি। প্রতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে ০২ জন।
উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা- সদর উপজেলায় আক্রান্ত ৫৯ জন ও সুস্থ ২৯ জন। জাজিরা উপজেলায় আক্রান্ত ৩৫ জন, সুস্থ ১৫ জন ও মৃত ১ জন। নড়িয়া উপজেলায় নতুন পাঁচজনসহ মোট আক্রান্ত ৩৬ জন, সুস্থ ১৮ জন ও মৃত ২ জন। ভেদরগঞ্জ উপজেলায় আক্রান্ত ৩০ জন ও সুস্থ ১৩ জন। গোসাইরহাট উপজেলায় নতুন করে একজনসহ মোট আক্রান্ত ১৬ জন, সুস্থ ৯ জন। ডামুড্যা উপজেলায় আক্রান্ত ২৮ জন, সুস্থ ২৫ জন ও মৃত ১ জন।
আইসোলেশন ওয়ার্ডে ভর্তি জেলা বিএনপি’র সহ-সভাপতি সাংবাদিক আবুল হোসেন সরদারের পরিবার জানিয়েছেন, সাংবাদিক আবুল হোসেন সরদার দীর্ঘদিন যাবত জ্বর, কাশি নিয়ে বাড়িতে ভুগছিলেন। সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল মুরাদের পরামর্শক্রমে শনিবার ১৩ জুন সকাল ৯ টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি রাখা হয়েছে।
এ বিষয়ে সিভিল সিভিল সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মুরাদ জানান, সাংবাদিক আবুল হোসেন সরদারের অনেকদিন জ্বর, কাশি নিয়ে বাড়িতে ভূগছিলেন। এ বিষয়ে আমাদের জানানো হয়নি। গতকাল রাতে আমাকে জানালে আমি সদর হাসপাতালে ভর্তি হয়ে নমূনা দিয়ে আইসোলেশনে চিকিৎসা নিতে বলি।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার নাসিরউদ্দিন কালু জানান, সাংবাদিক আবুল হোসেন সরদার আমাদের জেলা বিএনপি’র সহ-সভাপতি। তিনি অনেকদিন জ্বর, কাশি নিয়ে বাড়িতে ভূগছিলেন। চিকিৎসকদের পরামর্শক্রমে শনিবার সকালে তাকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। জেলা বিএনপি’র পক্ষ থেকে সাংবাদিক আবুল হোসেন সরদারের দ্রুত আরোগ্য কামনা করছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |