Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

শরীয়তপুরে ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

 

২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে ভয়াল গ্রেনেড হামলা হয়েছিল। সেই ভয়াল দিনটিকে স্মরন করে ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষে উপলক্ষে শরীয়তপুরে জেলা, সদর উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিববার (২১ই আগষ্ট) বিকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে শরীয়তপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।

এসময় আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভা সাবেক মেয়র আব্দুর রব মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হযরত আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামারুজ্জামান উজ্জ্বল, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামীলীগ ও জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরদার, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল বেপারী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সিকদার, শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী, সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার, শরীয়তপুর পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিব হাসান সহ প্রমুখ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মধ্যে
২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে ভয়াল গ্রেনেড হামলা
স্মৃতিচারণ করেন এবং পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন সকলের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।