Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

শরীয়তপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত
৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান-এর ক্রেস্ট ও পুরষ্কার বিতরণ। উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মো: সাইফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সহ অন্যান্যরা । ছবি- দৈনিক রুদ্রবার্তা

“বঙ্গবন্ধুর দর্শন, সবায় উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার ৬ নভেম্বর বেলা ১১ টার দিকে দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে শরীয়তপুর সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মো: সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইমাম হোসেন। এছাড়া বিভিন্ন সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সমবায় গঠণের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার গাজী মোহাম্মদ সালাহ্ উদ্দিন ও সঞ্চালনা করেন ফাষ্ট মাল্টিপারপাস কো অপারেটিভ সমবায় সমিতির সদস্য সুমাইয়া শারমিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সমবায় শক্তি, সমবায় মুক্তি” এ শ্লোগাণকে ধারন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে সমবায় অসামান্য অবদান রেখে চলেছে। শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দিন দিন হ্রাস পাচ্ছে। তারা জানান, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায় ভিত্তিক সমাজ গঠন। বঙ্গবন্ধু এই সত্যটি উপলব্ধি করে দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকান্ড সমবায়ের ভিত্তিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, হয়েছে ডিজিটাল। ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ, আর ২০৪১ সালের মধ্যে দেশ হবে উন্নয়নশীল দেশ। পরে তারা সমবায়ের ক্ষেত্রে সততা, সমতা ও স্বচ্ছতার বিষয়কে প্রধান হিসেবে তুলে ধরেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতি বুড়িরহাট সমবায় সমিতির সভাপতি মহব্বত খানকে ও শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পৈতকাঠি সমবায় সমিতির সদস্যদের মধ্যে ক্রেস্ট ও পুরুষ্কার বিতরণ করা হয়।