Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গণহত্যা-সন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, আইনি প্রক্রিয়ায় ভাবছে সরকার

গণহত্যা-সন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, আইনি প্রক্রিয়ায় ভাবছে সরকার
গণহত্যা-সন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, আইনি প্রক্রিয়ায় ভাবছে সরকার

গণহত্যা, স্বৈরশাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি গুরুত্বসহকারে বিবেচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার।

শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, এই দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অগ্রসর হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য পর্যালোচনায় রয়েছে এবং সকলকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধনী আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া, সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমনে জনঅসন্তোষের বিষয়েও সরকার অবগত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দমন-পীড়নের অভিযোগ রয়েছে।