Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে মাইজভান্ডারীর সায়খুল ইসলামের আগমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরীয়তপুরে মাইজভান্ডারীর সায়খুল ইসলামের আগমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবী বংশের ৩০তম আওলাদ ত্বরিকায়ে মাইজভান্ডারীয়ার সায়খুল ইসলাম হুজুর গাউছুল ওয়ারা হজরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ মইনুদ্দিন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী কেবলা কাবার স্থলাভীষিক্ত খেলাফতপ্রাপ্ত আওলাদ ও তার সুযোগ্য পুত্র বাহবায়ে শরীয়ত ও ত্বরিকত পেশোয়ারে আহলে সুন্নাত আলহাজ্ব মাওলানা শাহসুফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী এর আগমন উপলক্ষে পবিত্র দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খানকায়ে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারীয়ার আয়োজনে গত ১৬ জুলাই মঙ্গলবার বাদ আছর শরীয়তপুর পৌরসভার বাঘিয়া প্রেমতলা গ্রামে খানকায়ে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডার দরবার শরীফের খলিফা আব্দুল মান্নান ফকিরের বাড়িতে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের সভাপতি সামসুল হক চৌকিদার। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ত্বরিকার শরীয়তপুর জেলা আহবায়ক ও আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আ. রশিদ সরদার, দরবার শরীফের খাদেম বশির আহমদ, দরবার শরীফের খলিফা ও ভেদরগঞ্জ পৌরসভার খলিফা শাহাদাত রাড়ী, আল মাইজভান্ডারী আসলাম সরদার, স্বর্ণঘোষ খানকা শরীফের সাধারণ সম্পাদক মো. আছালদ্দিন সরদার, আল মাইজভান্ডার আনিসউদ্দিন ফকির, আলী আশ্রাফ সরদার, খলিফা মো. কুদ্দুস মৃধা, আল মাইজভান্ডারী মোস্তফা চৌকিদার, ইমান সরদার, ইমামুল হক খান, মো. ইউনুছ শেখ, মনোহর বাজার ভান্ডারী মো. বাবুল সরদার প্রমূখ।