Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের প্রতীকী অনশন (ভিডিও)

শরীয়তপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের প্রতীকী অনশন (ভিডিও)

সারাদেশের ন্যায় শরীয়তপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এক প্রতীকী অনশন পালন করেছে। পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া প্রদান, অবসর সুবিধা বোর্ড, কল্যাণ ট্রাষ্টের ১০% কর্তনের প্রজ্ঞাপন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে এ প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়।

২৪ জুলাই বেলা ১১টায় শরীয়তপুর শহীদ মিনারে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার আয়োজনে এ প্রতীকী অনশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগাঠণিক সম্পাদক ও ফরিদপুর আঞ্চলিক শাখার সভাপতি হারুন-অর-রশিদ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন রতন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি জাজিরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার প্রচার সম্পাদক সাইদ মাহমুদের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শরীয়তপুর সদর উপজেলা শাখার সভাপতি হালিম শেখ, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব শেখ, ডামুড্যা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, গোসাইরহাট উপজেলার মিজানুর রহমান, সুশান্ত ভাওয়ালসহ বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ।