বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

ভেদরগঞ্জে মধুমতি ব্যাংকের উদ্বোধনীতে পপুলার লাইফ ইন্সুরেন্স এর ১ কোটি টাকার ডিপোজিট

ভেদরগঞ্জে মধুমতি ব্যাংকের উদ্বোধনীতে পপুলার লাইফ ইন্সুরেন্স এর ১ কোটি টাকার ডিপোজিট

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় মধুমতি ব্যাংক লিমিটেড ৩৭তম শাখা উদ্বোধনীতে ১ কোটি টাকার ডিপোজিট জমা রাখেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। রোববার (২৮ জুলাই) দুপুরে জেলার ভেদরগঞ্জ উপজেলায় ফিতা কেটে মধুমতি ব্যাংক ভেদরগঞ্জ শাখার শুভ উদ্বোধন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, ব্যাংকের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল। এ সময় মধুমতি ব্যাংক ভেদরগঞ্জ শাখা উদ্বোধন উপলক্ষে পপুলার লাইফ ইন্সুরেন্স এর পক্ষ থেকে ১ কোটি টাকার ডিপোজিটের চেক উদ্বোধন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিদের হাতে তুলে দেন পপুলার লাইফ ইন্সুরেন্স এর এডিশনাল এমডি বি এম শওকত আলী।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক বাবু অলন কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র মান্নান হাওলাদার, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সিইও শফিউল আজম, আওয়ামী লীগ নেত্রী ফরিদা রেজা নূর, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি শফিউল্লাহ মাদবর প্রমূখ।


error: Content is protected !!