শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুরে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের। সভাপতি তার বক্তব্যে বলেন, আশ্রয়ণ প্রকল্প (ফেইজ-২) শরীয়তপুর সদরের নরবালাখানা আশ্রয়ণ প্রকল্প ২টি ব্র্যাকে ২০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ২০ পরিবারকে আবাসন থেকে ঋণ দেয়া হয় ১ লাখ ৪০ হাজার টাকা।
সম্মেলনে জেলা প্রশাসক (ভূমি) এর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, যারা সরকারি জমি দখল করেছে ও অবৈধ ড্রেজার চালাচ্ছে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারি, শরীয়তপুর সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায় প্রমূখ উপস্থিত ছিলেন।


error: Content is protected !!