
শরীয়তপুর জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের। সভাপতি তার বক্তব্যে বলেন, আশ্রয়ণ প্রকল্প (ফেইজ-২) শরীয়তপুর সদরের নরবালাখানা আশ্রয়ণ প্রকল্প ২টি ব্র্যাকে ২০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ২০ পরিবারকে আবাসন থেকে ঋণ দেয়া হয় ১ লাখ ৪০ হাজার টাকা।
সম্মেলনে জেলা প্রশাসক (ভূমি) এর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, যারা সরকারি জমি দখল করেছে ও অবৈধ ড্রেজার চালাচ্ছে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারি, শরীয়তপুর সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায় প্রমূখ উপস্থিত ছিলেন।