
শরীয়তপুরে যাকাত ফান্ডের মাধ্যমে জেলার যাকাত প্রার্থী দুস্থ-অসহায়দের মাঝে ২০১৮-১৯ অর্থ বছরের মঞ্জুরীকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭-ই আগষ্ট সকাল ৯টায় শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশন (ইফা)’র আয়োজনে জেলা প্রশাসক সভাকক্ষে দুস্থ-অসহায়দের মাঝে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের।
শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ইদ্রিছ-এর সভাপতিত্বে ও সহকারী উপ-পরিচালক আ: রাজ্জাক রনির উপস্থাপনায় জেলা প্রশাসক কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারী এবং যাকাতের চেক গ্রহণকারী দুস্থ ও অসহায়গণ উপস্থিত ছিলেন।
শরীয়তপুরে ২০১৮-১৯ অর্থ বছরে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ডের মাধ্যমে এবার ৫০জন দুস্থ অসহায়কে এ চেক বিতরণ করা হয়। এদের ৪৫ জনকে ৬হাজার, ৪ জনকে ৭ হাজার ও ১ জনকে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।