Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বুধবার শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম এর সভাপতিত্বে এ মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত, ডাঃ মোঃ মনিরুল ইসলাম সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও বিভিন্ন থানা ফাঁড়ি থেকে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ।
উক্ত কল্যান সভায় পুলিশ সুপার আব্দুল মোমেন জেলার জুলাই/২০১৯ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারদের পুরস্কৃত করেন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, শ্রেষ্ঠ এসআই হিসেবে জাজিরা থানার এসআই/(নিঃ) মোঃ বাদল তালুকদার, শ্রেষ্ঠ এএসআই হিসেবে জাজিরা থানার এএসআই/(নিঃ) মোঃ ইউসুফ আলী, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে শরীয়তপুর ডিবি এসআই/(নিঃ) শেখ আশরাফুল পুরস্কার গ্রহণ করেন।
বিশেষ পুরষ্কারপ্রাপ্ত হন শরীয়তপুর সদর কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ জামাল উদ্দিন ও জাজিরা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ নাসির উদ্দিন।
উক্ত কল্যান সভায় পুলিশ সুপার শরীয়তপুর জেলায় কর্মরত অবস্থায় পিআরএল গমনকারী পুলিশ সদস্য শরীয়তপুর সদর কোর্ট কনস্টেবল/মোঃ আজিজুল হক ও শরীয়তপুর লাইনওয়ার কনস্টেবল/মোঃ হারুন অর রশিদ কে সম্মাননা স্বারক প্রদান করেন।