Friday 9th May 2025
Friday 9th May 2025

ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা লিমিটেড এর যাত্রা শুরু

ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা লিমিটেড এর যাত্রা শুরু

শান্তি, সম্প্রীতি আর সেবার মনোভাব নিয়ে যাত্রা শুরু হলো ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা লিমিটেড এর। রাজধানী ঢাকার বারিধারায় অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে ৯ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা লিমিটেড এর প্রথম সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্লাব সভাপতি মোঃ নাসিরুদ্দিন অসুস্থতার কারনে অনুপস্থিত থাকায় ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক মিসেস নাসিমা রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল রশিদ সরকার, পরিচালক সৈয়দ মোহাম্মদ হেমায়েত হসাইন এবং পরিচালক মারুফ শিকদার প্রমুখ। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ক্লাবের উন্নয়নসহ সার্বিক সহযোগিতা এবং বৃহত্তর স্বার্থে নিম্নোক্ত ব্যক্তিদের ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা লিমিটেড এর উপদেষ্টা মনোনীত করে। উপদেষ্টারা হলেন যথাক্রমে এ কে এম আরিফুর রহমান, মোঃ রুহুল আমিন, মোঃ সাত্তার ভূঁইয়া, মোঃ আরমান, মোঃ শওকত আলী, মোঃ মাহবুবুর রহমান, বি এম ইউসুফ আলী, বি এম শওকত আলী, এন কে কোডা (বাবু), মোঃ মহিবুর রহমান বাবু, আলী আশরাফ আহমেদ (ডব্লিউ), শহিদুল ইসলাম, মিসেস নিলুফার ইয়াসমিন পপি এবং শ্রী রাজ শর্মা (ভারত)।
এছাড়াও উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে ক্লাব অফিস পরিচালনার জন্য মোঃ আশফাকুর রহমানকে নির্বাচিত করা হয়। সভা শেষে ক্লাবের পরিচালক সৈয়দ মোঃ হেমায়েত হসাইনের পিতার মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনান্তে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা লিমিটেড এর পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ হলো সভাপতি মোঃ নাসিরউদ্দিন, সহ-সভাপতি মিসেস তাহমিনা ইয়াসমিন, ব্যবস্থাপনা পরিচালক মিসেস নাসিমা রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ সরকার, পরিচালক (অর্থ) মোঃ এনামুল হক, পরিচালক মোঃ হেমায়েত হসাইন, পরিচালক মারুফ শিকদার।