Friday 9th May 2025
Friday 9th May 2025

শরীয়তপুরে দিনব্যাপী ‘ই-ফাইল রিফ্রেসার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

শরীয়তপুরে দিনব্যাপী ‘ই-ফাইল রিফ্রেসার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

শরীয়তপুর জেলা ও উপজেলা অফিস সমূহে ই-ফাইল (নথি) সঞ্জীবনী/রিফ্রেসার্স বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জিন্নাত, ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শঙ্কর চন্দ্র বৈদ্য, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামাল হোসেন, বিআরডিবি’র উপপরিচালক কল্লোল সরকার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক খাদিজাতুন আছমা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচারক একেএম হোশিয়ার সহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহণ করেন।