মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত

শরীয়তপুরে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত

সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন এবং ইউনিসেফ স্কীল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়াার্ড জিএভিআই এর ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হওয়ায় উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইসি কমিটির সম্মানিত চেয়ারমপার্সন পারভীনহক সিকদারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর শরীয়তপুর শাখায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড শরীয়তপুর শাখার ব্যবস্থাপক মো. ইদ্রিস হাওলাদার। মিলাদ ও দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন্স মসজিদের ইমাম হাফেজ কেরামত আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব রহমান রিপন, ইউসুফ আহমেদ হাসিব, শরীয়তপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আলী হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা আ. রাজ্জাকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন।
এ সময় প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য কামনা ও বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


error: Content is protected !!