Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে এসডিএস’র ফ্যাশন গার্মেন্টস প্রশিক্ষণ কোর্সের সমাপনী

শরীয়তপুরে এসডিএস’র ফ্যাশন গার্মেন্টস প্রশিক্ষণ কোর্সের সমাপনী

শরীয়তপুরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এসডিএস-এর মাধ্যমে বাস্তবায়নাধীন এসইআইপি প্রকল্পের আওতায় ফ্যাশন গার্মেন্টস, মোবাইল সার্ভিসিং, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস বিষয়ক তিন মাস মেয়াদী প্রশিক্ষন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) এসডিএস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন বিএম কামরুল হাসান (পরিচালক, এমএফ, এসডিএস)। এছাড়া অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. মোছলেহউদ্দিন (অধ্যক্ষ, এসটিটিআই, এসডিএস) এবং সঞ্চালনায় ছিলেন আলী ইসলাম মৃধা আশিক, জব প্লেসমেন্ট অফিসার, এসইআইপি।