Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে মা ইলিশ বহনের অপরাধে তিন পুলিশ বরখাস্ত

শরীয়তপুরে মা ইলিশ বহনের অপরাধে তিন পুলিশ বরখাস্ত

নিষেধাজ্ঞা অমান্য করে অভিযান চলাকালীন সময় মা ইলিশ বহনের দায়ে শরীয়তপুরে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ১৬ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে পুলিশ লাইন্সের অফিসে বসে পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম এই বরখাস্ত আদেশে স্বাক্ষর করেন। বরখাস্ত আদেশ প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন শরীয়তপুর পুলিশ লাইন্সের মোটরযান বিভাগে দায়িত্বরত এস আই মন্টু মিয়া, কনেস্টবল হৃদয় ও সনজিত।

জানাযায়, শরীয়তপুর-১ আসনের সাংসদের নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রশাসনের পাশাপাশি মা ইলিশ রক্ষা অভিযানে অংশগ্রহন করে। অভিযান চলাকালীন সময় নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের বিভন্ন সড়ক দিয়ে মা ইলিশ বহনের মহোৎসব চলছে শুনে নেতকর্মী ও সাধারণ মানুষ বিভিন্ন সড়কে অবস্থান করে।

বুধবার দিবাগত রাত ১১টার পর থেকে পুলিশ লাইন্স সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড সড়ক দিয়ে পুলিশ সদস্যরা মা-ইলিশ বহন করে নিয়ে যাচ্ছিল। তখন স্থানীয় নেত-কর্মী ও সাধারণ মানুষের হাতে তারা ধরা পড়ে। এই সংবাদ পেয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ ঘটনাস্থলে গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ মা ইলিশ জব্দ করে বিভিন্ন এতিম খানায় প্রদান করেন। তখন পুলিশ লাইন্সের আবাসিক পুলিশ পরিদর্শক অভিযুক্ত পুলিশ সদস্যদের জিম্মায় গ্রহন করে পুলিশ লাইন্সে নিয়ে যায়।

পুলিশ লাইন্সে বসেই অভিযুক্ত পুলিশ সদস্যদের বরখাস্ত আদেশে স্বাক্ষর করেন পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ আজাহারুল ইসলাম ও পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতেই বরখাস্ত হওয়া এসআই মন্টু মিয়ার কাছ থেকে টিআই জামাল মীরকে মোটরযান শাখার দায়িত্ব বুঝে নিতে নির্দেশ করেন পুলিশ সুপার।

পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, ইলিশ আমাদের দেশের জাতীয় সম্পদ। প্রজনর মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও পরিবহন করা দ-নীয় অপরাধ। ইলিশ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এটি জাতীয় ইস্যু। ৩ পুলিশ সদস্য নিষেধাজ্ঞা অমান্য করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।