Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

রুদ্রবার্তা সাহিত্য পরিষদের আয়োজনে হেমন্ত বরণ কবিতার আসর অনুষ্ঠিত

রুদ্রবার্তা সাহিত্য পরিষদের আয়োজনে হেমন্ত বরণ কবিতার আসর অনুষ্ঠিত

বৃহস্পতিবার ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় রুদ্রবার্তা সাহিত্য পরিষদের আয়োজনে এক হেমন্ত বরণ কবিতার আসর অনুষ্ঠিত হয়।
হেমন্ত বরণ এ কবিতার আসরে কবি মির্জা হযরত আলী সাইজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন এবং প্রধান আলোচক কবি ও সাহিত্যিক শ্যাম সুন্দর দেবনাথ।
কবি মেহেদী মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ইয়াসিন আযীয, কবি মানিক লাল সাধু, কবি এ এইচ নান্নু, কবি আবুল কালাম, কবি বিএম আবুল কালাম, কবি তারক নাথ কংস বণিক ও কবি শারমিন সুলতানা নিলু। এছাড়া দৈনিক রুদ্রবার্তা পরিবারের আনিছুর রহমান, শাহাদাত হোসেন, মোঃ আলী আকবর খান, মোঃ রাসেল মাহমুদ, ইলিয়াস খান উপস্থিত ছিলেন।
হেমন্ত বরণ উপলক্ষ্যে কবিতার আসরে উপস্থিত কবিদের কবিতা পাঠ, সাহিত্য ও সংগীত চর্চা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও কবিতা ও সংগীত পরিবেশন করে শুনানো হয়।