মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

মহানবী (সা:) কে অবমাননাকারীর বিচার দাবীতে শরীয়তপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

মহানবী (সা:) কে অবমাননাকারীর বিচার দাবীতে শরীয়তপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ভোলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মহানবী (সা:) কে অবমাননাকারী বিপ্লব চন্দ্র শুভ’র ফাঁসি এবং পুলিশের গুলিতে প্রতিবাদি তৌহিদী জনতা হতাহতের বিচার দাবীতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখা। এতে শরীয়তপুরের সর্বস্তরে তৌহিদী হাজার হাজার জনতা অংশ গ্রহণ করেন। বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের পালং উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুফতি ফেরদাউস আহমাদ, সহ-সভাপতি মুফতি তোফায়েল আহাম্মেদ কাসেমী, এস এম আহসান হাবিব, পালং উত্তর বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রাজ্জাক, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরী, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ আয়াত আলী, মাওলানা হযরত আলী, মাওলানা সিদ্দিকুর রহমান, মোঃ তারেক জামিল, মাওলানা আব্দুল কবীর, মাওলানা ওসমান হাকিম প্রমুখ।


error: Content is protected !!