Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ২০ মণ মা ইলিশসহ আটক-১৮

শরীয়তপুরে ২০ মণ মা ইলিশসহ আটক-১৮

২৩ অক্টোবর বুধবার শরীয়তপুর পালং মডেল থানা পুলিশের একটি দলের বিশেষ অভিযান পরিচালনায় পালং থানা এলাকা হতে ২০ মণ মা ইলিশসহ ১৮ জনকে আটক করা হয়।
শরীয়তপুর পালং মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসময় উপস্থিত ছিলেন এসআই/নিঃ মোঃ এনামুল হক, এএসআই/নিঃ রনজিৎ সহ সঙ্গীয় অফিসার-ফোর্সবৃন্দ।
আসামীদের মোবাইল কোর্টের মাধ্যমে ১৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা ও ২ জনকে আর্থিক জরিমানা করা হয়। জব্দকৃত মাছ পচনশীল হওয়ায় এতিমখানা, দুস্থ ও হিজড়াদের মাঝে বিতরণ করা হয়।