Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে কমিউনিটি পুলিশিং ডে সম্মাননা পেলেন আব্দুস সামাদ বেপারী ও এস আই মনির হোসেন

শরীয়তপুরে কমিউনিটি পুলিশিং ডে সম্মাননা পেলেন আব্দুস সামাদ বেপারী ও এস আই মনির হোসেন

কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ “কমিউনিটি পুলিশিং ডে” সম্মাননা পেলেন কমিউনিটি পুলিশ সদস্য আব্দুস সামাদ বেপারী ও জাজিরা থানায় কমর্রত পুলিশ কর্মকর্তা এস আই মনির হোসেন।
সোমবার ২৮ অক্টোবর বেলা সাড়ে ১২টায় শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল পুলিশ ড. জাবেদ মোহাম্মদ পাটোয়ারি বিপিএম(বার)-এর পক্ষ থেকে জেলার এ শ্রেষ্ঠ সম্মাননা স্মারক ও সনদপত্র কমিউনিটি পুলিশ সদস্য আব্দুস সামাদ বেপারী ও জাজিরা থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা এস আই মনির হোসেনের হাতে তুলে দেন।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করবে মর্মে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল পুলিশ ড. জাবেদ মোহাম্মদ পাটোয়ারি বিপিএম(বার) “কমিউনিটি পুলিশিং ডে” উপলক্ষ্যে এ সম্মাননা স্বীকৃতি প্রদান করেন।