মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

শরীয়তপুরে ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

শরীয়তপুরে ৩ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৩ টায় আওয়ামীলীগ কার্যালয়ে ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু।
বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল, সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সী, বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি এডভোকেট মির্জা হযরত আলী, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক এবং বিজ্ঞ জিপি এডভোকেট আলমগীর হোসেন মুন্সী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান উজ্জ্বল। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা ও সাধারণ সম্পাদক নুহুন মাদবরসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, এ দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরনীয় দিন। এ দিনে বাংলাদেশের চার বীর নেতাকে জেলখানায় হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল।
উল্লেখ্য, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।
বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।


error: Content is protected !!