সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইটের আঘাতে কলেজছাত্রীর দাঁত ভেঙে দিয়েছে বখাটে

শরীয়তপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইটের আঘাতে কলেজছাত্রীর দাঁত ভেঙে দিয়েছে বখাটে

শরীয়তপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইটের আঘাতে খাদিজা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর ৩টি দাঁত ভাঙাসহ বেশ কয়েকটি দাঁত নষ্ট করে দিয়েছে, আজমির উল্লাহ উমিত (১৮) নামে এক বখাটে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় শরীয়তপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
খাদিজা আক্তার সদর উপজেলার চর কোয়ারপুর গ্রামের আবুল কালাম ঢালীর মেয়ে ও শরীয়তপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। বখাটে উমিত একই কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের শাহ আলম খানের ছেলে।
এ ঘটনায় খাদিজার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, বখাটে উমিত বিভিন্ন সময় খাদিজাকে উত্ত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে উমিত খাদিজাকে উত্ত্যক্তসহ আজেবাজে কথা বলে। এর প্রতিবাদ করায় বখাটে উমিত খাদিজার মুখে ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই খাদিজার তিনটি দাঁত পড়ে যায়। এছাড়া আরো কয়েকটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর জখম অবস্থায় সহপাঠীরা খাদিজাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় খাদিজার বাবা আবুল কালাম ঢালী জানান, উমিত বিভিন্ন সময় খাদিজাকে উত্ত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে উমিত খাদিজাকে উত্ত্যক্তসহ আজেবাজে কথা বলে। এর প্রতিবাদ করায় বখাটে উমিত খাদিজার মুখে ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই খাদিজার তিনটি দাঁত পড়ে যায়। এছাড়া আরো কয়েকটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর জখম অবস্থায় সহপাঠীরা খাদিজাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় খাদিজার বাবা আবুল কালাম ঢালী বাদী হয়ে উমিত ও তার কয়েকজন অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


error: Content is protected !!