
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সৌজন্যে শরীয়তপুর পবিস সদর দপ্তর কার্যালয়ে ১৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শিল্প ও বাণিজ্যিক বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় যারা শিল্প ও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার করে ও করবে এবং ইহা বৃদ্ধির বিষয়ে শিল্প-বাণিজ্য উদ্যোক্তাদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাসের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার ঘোষ, ডিজিএম বিনয় কুমার দাস, জিএম প্রশাসন বোরহান উদ্দিন ও এজিএম দিলরুবা সিদ্দিকাসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন উপজেলা থেকে আগত শিল্প-বাণিজ্য উদ্যোক্তাগণ।
মতবিনিময়কালে প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস বলেন, পল্লী বিদ্যুৎ এখন শরীয়তপুরের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। এখন এর ব্যবহার যাতে বৃদ্ধি পেতে পারে, সেজন্য শিল্প ও বাণিজ্য উদ্যোক্তদের নিয়ে বসেছি। শিল্প-বাণিজ্য উদ্যোক্তাগণ কোন রকম হয়রানী ছাড়া সহজে যাতে পল্লী বিদ্যুৎ পেতে পারে, সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |