Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

এমপি পারভিন হক সিকদারের দাদীর মৃত্যুবার্ষিকী পালিত

এমপি পারভিন হক সিকদারের দাদীর মৃত্যুবার্ষিকী পালিত

মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদারের দাদী ও জেড.এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ জয়নুল হক সিকদারের মা জরিনা সিকদারের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে জেড.এইচ সিদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ. কে. এম এনামুল হক শামীম, জেড.এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ জয়নুল হক সিকদার, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদার, সচিব কামাল আহাম্মেদ তালুকদার, জেড.এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মমতাজুল হক মঞ্জু সিকদার, বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সহ-সম্পাদক জহিরুল ইসলাম রঞ্জু সিকদার, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সিকদার, নড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হোসেন প্রমূখ।
জরিনা সিকদারের মৃত্যুবার্ষিকীতে বিশেষ মোনাজাতে তার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।