
শরীয়তপুরে নানা আয়োজনে মাধ্যমে জাঁকজমকপূর্ণ ভাবে দীপ্ত টিভির ৪র্থ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার মাধ্যমে শরীয়তপুরে দীপ্ত টিভির আনুষ্ঠানিকতা শুরু করে, পরে সকাল সাড়ে ১০ টায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালি শেষে শরীয়তপুর সদর পৌরসভার অডিটোরিয়াম জেলা প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আবেদা আফছারি। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি দীপ্ত টিভির একজন নিয়মিত দর্শক। আমি শুরু থেকেই সুলতান সোলেমান নাটকটি দেখে এসেছি। এখন নতুন একটা পর্ব এসেছে সেটাও আমি দেখি। দীপ্ত টিভি খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে ফেলে দর্শক ফোরামের মাঝে। এতে অনেকে ঈর্ষান্বিত হয়ে দীপ্ত টিভির বিরুদ্ধে শহীদ মিনারসহ অনেক জায়গাতে মানববন্ধন করেছিলো। আমি দীপ্ত টিভির উত্তরত্বর সাফল্য কামনা করি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ খলিলুর রহমান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসিন, ইলেকট্রনিক সাংবাদিক ফোরামের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারন সম্পাদক শহিদুজ্জামান খান, চ্যানেন আই এর শরীয়তপুর প্রতিনিধি এস এম মজিবুর রহমান, জাতীয় পার্টির জেলা সভাপতি এড. মাসুদুর রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন মোহনা টিভির শরীয়তপুর প্রতিনিধি মাহবুবুর রহমান, গাজী টিভির মানিক মোল্লা, দৈনিক হুংকার পত্রিকার যুগ্ন বার্তা সম্পাদক খোরশেদ আলম বাবুল, জাগো নিউজের শরীয়তপুর প্রতিনিধি মোঃ ছগির হোসেন, বৈশাখী টিভির শরীয়তপুর প্রতিনিধি আব্দুল খালেক ইমন পেদা, নিউজ ২৪ এর রতন মাহমুদ, আরটিভির শরীয়তপুর প্রতিনিধি ইব্রাহিম হোসেন,দৈনিক মোহনা সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ ফারুক আলম মোল্লা, ঢাকার ডাক প্রতিনিধি আব্দুর, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার প্রতিনিধি আনিছুর রহমান, মোঃ বাবু, এস টিভি বাংলা প্রতিনিধি মোঃ সবুজ, সহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী ছাড়াও প্রত্যেক অংশ গ্রহণকারীদের শান্তনা পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণী শেষে কেক কাটা হয়। সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পূর্ণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ডিবিসি টিভির শরীয়তপুর প্রতিনিধি বিএম ইশ্রাফিল। পরিচালনা করেন দীপ্ত টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজন।