
শরীয়তপুরে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ১৯ নভেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ-আল-মামুন তালুকদারের সভাপতিত্বে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ জুলহাস, শরীয়তপুর সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক মোঃ কামাল হোসেন, জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক প্রভাস চন্দ্র বালা, শরীয়তপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী জিয়া উদ্দিন আহমেদ, মেরী স্টোপস ক্লিনিক এর ম্যানেজার মোঃ খাইরুজ্জামান, সোডেপ সমন্বয়কারী এমারত সরদার, উপ-পরিচালক খুকুমণি, জাগরণী চক্র ফাউন্ডেশন মোহাম্মদ শাহিন মোল্লা, সদর আশা-১ অফিসের ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, এসডিএস অমলা দাস, নুসার জয়দেব চন্দ্র কুন্ডু, ডিডিও রাজিয়া বেগম, বিকাশ কেন্দ্রের নাজমা আক্তার, সূর্যের হাসি ক্লিনিকের সনত কুমার সরকারসহ বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ।
এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ-আল-মামুন তালুকদার এ সময় শরীয়তপুর জেলার সকল এনজিও গুলোকে তাদের নিজস্ব কর্মপদ্ধতিগুলোকে দৃশ্যমান করার আলোকে ডিজিটালভাবে ফুটিয়ে তোলার জন্য সময় বেধে দেন, যাতে করে সকল এনজিওগুলো কি কি বিষয় নিয়ে কাজ করতেছে তা বুঝা যায়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |