
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, এম.পি. ২ দিনের সরকারি সফরে আজ (২৮ নভেম্বর বৃহস্পতিবার) শরীয়তপুরে আসবেন।
উপমন্ত্রী আজ (২৮ নভেম্বর বৃহস্পতিবার) দুপুর ১২ টায় বাংলাদেশ সচিবালয় থেকে শরীয়তপুর জেলার উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা শুরু করবেন। দুপুর ১ টা ৩০ মিনিটে মাওয়া ঘাট হয়ে নড়িয়া ঘাটের উদ্দেশ্যে রওনা (স্পিড বোট যোগে) করবেন। দুপুর ২ টায় নড়িয়া ঘাটে উপস্থিত হবেন এবং নদী তীর সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করবেন। বিকাল ৩ টা ৩০ মিনিটে নড়িয়া উপজেলা পরিষদ সভাকক্ষে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় যোগদান করবেন। সন্ধ্যা ৬ টায় নড়িয়া মাতৃছায়ায় দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত শেষে সন্ধ্যা ৭ টায় নিজ বাড়ীতে (চরভাগা পাইক বাড়ী) অবস্থান এবং রাত্রী যাপন করবেন।
পরবর্তী দিন (২৯ নভেম্বর শুক্রবার) দুপুর ২ টা ৩০ মিনিটে নড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৩ টায় সরকারী বিহারী লাল উচ্চ বিদ্যালয় মাঠে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদান করবেন। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে কাঠালবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন। রাত ৮ টা ৩০ মিনিটে কাঠালবাড়ী ঘাট হয়ে মাওয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা (ফেরী যোগে) করবেন। রাত ১০ টায় মাওয়া ঘাটে উপস্থিত হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা (সড়ক পথে) হবেন। সবশেষে রাত ১১ টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চমান আবাসিক এলাকার বাসভবনে উপস্থিত হবেন।
উল্লেখ্য সরকারি সফর হওয়ায় এ সময় উপমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীগণ তার সফরসঙ্গী হবেন।