Friday 9th May 2025
Friday 9th May 2025

শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার বুড়িরহাট পলিটেকনিক ইন্সটিটিউট মাঠ প্রাঙ্গণে এই নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেনিক সভাপতি প্রকৌশলী বাবুল চন্দ্র মালো, শরীয়তপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার, পালং মডেল থানার পরিদর্শক মোঃ আশরাফুল আলম প্রমুখ।
এ সময় উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।