Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দ্বি-বার্ষিক সম্মেলন

ভেদরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দ্বি-বার্ষিক সম্মেলন

শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয। শুরুতেই একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক ফারুক আলম রাড়ি। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান রাড়ি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোড়ল, উপজেলা যুব লীগের সভাপতি নুরজ্জামান জামান রাড়ি, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হারুন অর রশিদ বেপারী, জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ রাড়ি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা সাংবাদিক শহিদুজ্জামান খান, আল আমিন শেখ, অধ্যক্ষ শাহ আলম, শিলা প্রমুখ।
সম্মেলনে ৫ শতাধিক মুক্তিযোদ্ধার সন্তান উপস্থিত ছিল।
সম্মেলনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশকে সোনার বাংলায় রূপ দিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিল- সে স্বপ্ন বাস্তবায়ন করতে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরও ঝাপিয়ে পড়তে হবে।
সম্মেলনে সুমন মাদবর কে সভাপতি ও আলী নেওয়াজকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়।