Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে টিসিবি’র ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি

শরীয়তপুরে টিসিবি’র ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি

সারাদেশের ন্যয় শরীয়তপুরে ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিদেশ থেকে আমদানিকৃত মেসার্স মদিনা ট্রেডার্স ডিলার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র বরাদ্দকৃত ২(দুই) টন পেঁয়াজের ৯৮৪ কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করা হয়। শরীয়তপুর জেলার সর্বোস্তরের জনগণের জন্য এ পেঁয়াজ বরাদ্দ হয়। পেঁয়াজ বিতরণকালে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা উপ-পরিচালক সুজন কাজী, পালং মডেল থানা ওসি(অপারেশন) আশরাফুল ইসলামসহ পুলিশের প্রতিনিধি দল এবং ডিলার মালিক স্বপন মুন্সীসহ প্রমূখ।
এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখকে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র বরাদ্দকৃত দুই টন পেয়াজ শরীয়তপুর জেলার জন্য বরাদ্দ ছিল। আজকে ৯৮৪ কেজি পেয়াজ ১ কেজি পরিমাণ ৪৫ টাকা ৯৮৪ জনের মধ্যে বিতরণ করা হয়। আগামীকাল বুধবার পুরো ২ টন বিতরণ করে শেষ করা হবে।