
শরীয়তপুরের সদ্য বিদায়ী পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেনের বিদায় উপলক্ষে জেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায়ী মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, আমি শরীয়তপুরে জয়েন্ট করার পর সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। জেলার সাধারণ মানুষ খুবই ভালো। সাধারণ মানুষকে ভালোবেসে তাদেরকে পুলিশের কাছাকাছি নিয়ে এসেছি। সবার সহযোগিতা পেয়েছি বলেই মাদক নিয়ন্ত্রণ করতে পেরেছি।
তিনি আরও বলেন, চাকরি জীবনে আমার সবচেয়ে বেশি প্রাপ্তি শরীয়তপুর জেলাতেই। আমি কখনই শরীয়তপুরবাসীর ভালোবাসা ভুলতে পারব না।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট, জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখা র সভাপতি এমএ ওয়াদুদ মিয়া ও সাধারণ সম্পাদক বিএম ইসরাফিল সহ জেলা ইলেক্ট্রনিক, প্রিন্ট, অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |