Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে প্রাতিষ্ঠানিক অসহায় দুস্থদের মাঝে ২১০ টি কম্বল শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

শরীয়তপুরে প্রাতিষ্ঠানিক অসহায় দুস্থদের মাঝে ২১০ টি কম্বল শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ৩৮ হাজার ৭’শ কম্বল বিতরণ করা হয়েছে। এতে জেলার দুস্থ শীতার্ত মানুষ এই শীতের কবল থেকে কিছুটা রক্ষা পেয়েছে।
জানা গেছে, উক্ত জেলার ৬৫টি ইউনিয়ন, ৬টি পৌরসভা, ৬টি উপজেলা পরিষদ, ৬টি উপজেলা প্রশাসন, সমাজসেবার মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়। এর অংশ হিসাবে বুধবার ২৫ ডিসেম্বর বেলা ১১ টার দিকে সদর উপজেলা ও পৌরসভার দৃষ্টি প্রতিবন্ধীদের ১০টি, প্রতিবন্ধী স্কুলে ৫৬টি, শিশু পরিবারে ৩২টি, শিশু একাডেমিতে ৩৮টি, ছিন্নমূল, অসহায় ও দুস্থদের মাঝে ৭৪টি কম্বলসহ ২১০ টি কম্বল শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র হাতে তুলে দেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনডিসি জুলহাস হোসেন সৌরভ, সহকারী কমিশনার খান সালমান হাবিব, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এ বি এম সিরাজুল হক, শরীয়তপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিনসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ। জেলায় ৬৫টি ইউনিয়ন পরিষদ ও ৬টি পৌরসভার কার্যালয় থেকে পৌর মেয়র ও স্ব স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ৪৬০ জন অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় ৬ হাজার কম্বল বিতরণ করা হয়।
এ ছাড়াও বিভিন্ন এতিমখানা, ভবঘুরে, দরিদ্রদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে ৩৮ হাজার ৭’শ কম্বল বিতরণ করা হয়েছে বলে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।