
শরীয়তপুরে গরীব, দুস্থ ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলার আয়োজনে জেলা কমান্ড্যান্টের কার্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শরীয়তপুরের জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আরিফ হোসেন। এ সময় জেলা ব্যাটালিয়ান আনসারা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পাওয়া আলো বেগম বলেন, আমি কম্বল পেয়ে খুব খুশি। শীতে কম্বলটি পেয়ে ভালো হয়েছে।
শরীয়তপুরের জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন বলেন, এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার যেন শীতবস্ত্র থেকে বাদ না যায় তাই বাহিনীর পক্ষ থেকে দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছি। এই শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |