
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মী ও তাঁর সমর্থকরা। এ উপলক্ষ্যে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। পরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জল, সদস্য অ্যাডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হোসেন সরদার, শরীয়তপুর পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর বেপারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল হক বেপারী, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম বাবু, শরীয়তপুর পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিল্লুর রহমান সবুজ, সাধারন সম্পাদক মাওলাদ মোড়ল, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, সোহেল খন্দকার, জাহাঙ্গীর চৌকিদার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান সিকদার, শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী, সাধারন সম্পাদক রাসেল জমাদ্দার, শরীয়তপুর পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহান, সাধারন সম্পাদক রাকিব হাসান প্রমূখ।
এসময় প্রায় নেতৃত্বে অসংখ্য নেতাকর্মীদের নিয়ে বাদ্যযন্ত্র সহকারে শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার ধানমন্ডি ৩/এ আওয়ামীলীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এসময় শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী বলেন, শরীয়তপুর-১ আসনের এমপি জননেতা ইকবাল হোসেন অপু’কে পুনরায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি জননেতা ইকবাল হোসেন অপু’র জন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।
এসময় শরীয়তপুর পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর বেপারী বলেন, শরীয়তপুর-১ আসনের এমপি জননেতা ইকবাল হোসেন অপু’কে পুনরায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি জননেতা ইকবাল হোসেন অপু’র দোয়া ও আশির্বাদ চাই যাতে তিনি শরীয়তপুর তথা বাংলাদেশের উন্নয়নে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে পারেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |