Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ইকবাল হোসেন অপু এমপি’র পক্ষ থেকে সবজি বীজ বিতরণ

শরীয়তপুরে ইকবাল হোসেন অপু এমপি’র পক্ষ থেকে সবজি বীজ বিতরণ
শরীয়তপুরে ইকবাল হোসেন অপু এমপি’র পক্ষ থেকে সবজি বীজ বিতরণ

শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নে কৃষককে সবজি চাষে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস‍্য ইকবাল হোসেন অপুর পক্ষ থেকে ৫০ কৃষকের মাঝে ঢেড়স, শসা, ঝিঙা, ধুন্দল, কুমড়া, ডাটাশাক ও পুঁইশাকের বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা মোতাবেক কোনো জমি যাতে অনাবাদি না থাকে সেই লক্ষ্যে এ বীজ বিতরণ করা হয়।

শুক্রবার (০৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পালং ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ, জেলা আওয়ামীলীগ সদস‍্য ও বিজ্ঞ জিপি আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, পালং ইউনিউন চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ান, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু ও জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা সোহেল খন্দকার, আশাদুজ্জামান শাওন, সদর উপজেলা কৃষি অফিসের এস এ পিপিও আবু হানিফ প্রমূখ।

এ সময় সদর উপজেলা নির্বাহী, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণের অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলার কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলার কৃষকদের মাঝে এ বীজ সহায়তা প্রদান করা হবে।’