Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে গ্রাম পুলিশদের ঈদ শুভেচ্ছা উপহার দিলেন পুলিশ সুপার

শরীয়তপুরে গ্রাম পুলিশদের ঈদ শুভেচ্ছা উপহার দিলেন পুলিশ সুপার
শরীয়তপুরে গ্রাম পুলিশদের ঈদ শুভেচ্ছা উপহার দিলেন পুলিশ সুপার

শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সকল গ্রাম পুলিশকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে পালং মডেল থানা চত্বরে পালং থানার ১০৬ জন গ্রাম পুলিশের মাঝে লুঙ্গি ও শাড়ি কাপড় উপহার প্রদান উদ্বোধন করেন শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ নিজস্ব উদ্যোগে দেশের প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের বিস্তারের কারণে চলমান সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। তারই ধারাবাহিকতায় আমরা জেলা পুলিশের পক্ষ থেকে পালং মডেল থানাধীন ১০৬ জন গ্রাম পুলিশের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করলাম। এবং আগামী কালের মধ্যে শরীয়তপুর জেলার অন্যান্য সকল থানা এলাকার গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই শুভেচ্ছা পৌছে দেয়া হবে। প্রত্যেক মহিলা গ্রাম পুলিশকে একটি করে শাড়ি কাপড় ও পুরুষ গ্রাম পুলিশকে একটি করে লুঙ্গি প্রদান করা হচ্ছে।

পুলিশ সুপার আরও বলেন, গ্রাম পুলিশের সদস্যরা বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকে। বাংলাদেশ পুলিশের সাথে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তাঁরা আমাদের বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন।

এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধ, চিকিৎসাসহ বিভিন্ন অপরাধের বিষয়ে তাঁদেরকে সচেতন করাসহ শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও সুশৃঙ্খলভাবে সকল প্রকার কাজ করার উৎসাহ প্রদান করেন পুলিশ সুপার।