Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

স্বাস্থ্যবিধি না মানায় ভেদরগঞ্জের সখিপুর ১৯ জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় ভেদরগঞ্জের সখিপুর ১৯ জনকে জরিমানা
স্বাস্থ্যবিধি না মানায় ভেদরগঞ্জের সখিপুর ১৯ জনকে জরিমানা

শরীয়তপুর জেলায় ধাপে ধাপে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। কিন্তু সাধারণ জনগণ স্বাস্থ্যবিধি না মেনেই অযথা ঘুরাফেরা করছে। এমতাবস্থায় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। সোমবার ১৫ জুন মাস্ক না পড়া, সামাজিক দূরত্ব না মানা এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করায় এবং নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রেখে অযথা জটলা সৃষ্টি করায় ১৯ জনকে ১২ হাজার ৯০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভেদরগঞ্জ ও সখিপুর থানা পুলিশের সহযোগিতায় ভেদরগঞ্জ অটো স্ট্যান্ড, হাসপাতাল সংলগ্ন এলাকায়, ছয়গাও ইউনিয়নের পাপরাইল, বাংলাবাজারে, কাশিমপুর, ডিএমখালি, বালারবাজার, খায়েরপট্টি, চরফিলিজ, আরশিনগর, মোল্লারহাটে এ অভিযান পরিচালনা করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।