শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্ত, ৩৮২ ছাড়িয়েছে

শরীয়তপুরে দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্ত, ৩৮২ ছাড়িয়েছে

শরীয়তপুরে নতুন করে আরো ০৪ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগী ৩৮২ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৫ জন। এছাড়া জাজিরায় ০৩ জন, ভেদরগঞ্জে ০৮ জন ও ডামুড্যায় ০১ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছে ১৬৪ জন।

এ পর্যন্ত জেলায় সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে ৪ হাজার ৬৪২ টি, ফলাফল হাতে এসেছে মোট ৪ হাজার ২৪৯ জনের। শরীয়তপুর জেলার করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ফোকাল পার্সন ডাঃ আব্দুর রশিদ ২১ জুন রবিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ভেদরগঞ্জ উপজেলার পৌরসভায় ০৩ ও সখিপুর থানা সদরে ০১ জনসহ মোট আক্রান্ত ০৪ জন।

জানা গেছে, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে মোট ১৩ জন। এর মধ্যে সদর হাসপাতালে ভর্তি আছে ০৩ জন, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ০৪ জন, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ০১ জন ও গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ০৫ জন।

উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা- সদর উপজেলায় মোট আক্রান্ত ১০৪ জন ও সুস্থ ৩৯ জন। জাজিরা উপজেলায় মোট আক্রান্ত ৬৩ জন, সুস্থ ৩৬ জন ও মৃত ১ জন। নড়িয়া উপজেলায় মোট আক্রান্ত ৬৬ জন, সুস্থ ২৫ জন ও মৃত ২ জন। ভেদরগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত ৬৪ জন, সুস্থ ২৭ জন ও মৃত্যু ১ জন। গোসাইরহাট উপজেলায় মোট আক্রান্ত ৪৮ জন, সুস্থ ৯ জন। ডামুড্যা উপজেলায় মোট আক্রান্ত ৩৭ জন, সুস্থ ২৮ জন ও মৃত ১ জন।


error: Content is protected !!